‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’

ছবি: সংগৃহীত

বাড়ির গেটে 'ভোট চাহিয়া লজ্জা দিবেন না' লেখা স্টিকার লাগিয়ে আলোচনার জন্ম দিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন।

সম্প্রতি তিনি তার বাড়ির গেটে এমন স্টিকার লাগালে সেই ছবি ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে, আলোচনা শুরু হয় চায়ের দোকানে।

সামুয়েল আহমেদ লেলিন বলেন, 'কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা উপজেলা নির্বাচন বর্জন করেছি। কিন্তু, উপজেলা নির্বাচন উপলক্ষে প্রতিদিন প্রার্থী ও তাদের সমর্থকরা ভোট চাইতে বাসায় ভিড় করছেন। তাই এই স্টিকার লাগিয়ে রেখেছি।'

তিনি আরও বলেন, 'বিএনপি নীতিগতভাবে এই সরকারের আমলে সব নির্বাচন বর্জন করেছে। এটা আমার প্রতিবাদের ধরণ।'

পটুয়াখালী জেলার আটটি উপজেলায় এবার তিনধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে বাউফল উপজেলায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ মে।

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

17h ago