দুর্গাপুরে ২ কেন্দ্রে সংঘর্ষ, আহত ৮
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে দুই ভোটকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত আট জন আহত হয়েছেন।
আহতরা হলেন- গোপালপুর গ্রামের আমজাদ হোসেন, আজের উদ্দিন, শহিদুল ইসলাম, শুকচাঁদ, মিঠু, আব্দুর রাজ্জাক, সান্টু ও পানানগর গ্রামের শিহাব হোসেন।
তারা দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও গ্রাম্য চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরদার (ঘোড়া প্রতীক) ও শরিফুজ্জামান শরীফের (মোটরসাইকেল প্রতীক) সমর্থকদেন সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, সকাল ৮টায় গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোটগ্রহণ শুরুর আগ মুহূর্তে এ সংঘর্ষ হয়।
তবে স্থানীয়রা জানান, দুই গ্রুপ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
তারা জানান, সংঘর্ষকারীরা লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।
এদিকে, সকাল সাড়ে ৯টায় পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে ভোট চলাকালীন আরেকটি সংঘর্ষে একজন আহত হয়েছেন।
আহতের নাম শিহাব। পুলিশ এ ঘটনায় ওই এলাকা থেকে একজনকে আটক করেছে।
পরে পুলিশ দুটি ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও স্বীকৃতি প্রামাণিক বলেন, 'বিক্ষিপ্ত দুটি ঘটনা ছাড়া উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।'
এছাড়া নন্দীগ্রাম দারুস সালাম আলিম মাদ্রাসা কেন্দ্রের সামনে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে র্যাব-৫ এর সদস্যরা আতাহার আলী (৪২) নামে একজনকে আটক করেছে।
Comments