জাল ভোটে সহযোগিতার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা গ্রেপ্তার

রাজনগরের পঞ্জানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিলমারা ব্যালট উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বহিরাগতদের দিয়ে জাল ভোটে সহযোগিতা, দায়িত্ব পালনে অবহেলা ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করার অভিযোগে একজন প্রিসাইডিং অফিসার, একজন সহকারী প্রিসাইডিং অফিসার ও দুজন পোলিং অফিসারের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজনগর উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা এই মামলা করেন। আসামিরা হলেন প্রিসাইডিং অফিসার আকাশ দাশ (৩২), সহকারী প্রিসাইডিং অফিসার জাকির হোসেন (৩০), পোলিং অফিসার জামিল আহমেদ ও আসমা বেগম। এদের মধ্যে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার গ্রেপ্তার হয়েছেন।

রাজনগর থানার এসআই ও এই মামলার তদন্ত কর্মকর্তা সওকত মাসুদ ভুইয়া জানান, রাজনগরের পঞ্জানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জাল ভোট দেওয়ার অভিযোগ ওঠে।

তিনি বলেন, অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা হবে এবং দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

White smoke signals Catholic Church has new pope

White smoke rose from the Sistine Chapel and the bells of St. Peter's rang out on Thursday, signalling that cardinals have elected a new pope to succeed Pope Francis and take charge of the Roman Catholic Church

6m ago