প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি: সিইসি

নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ছবি: স্টার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাত হয়েছে গত বৃহস্পতিবার। তবে এই বৈঠকে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। 

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

প্রধান উপদেষ্টার সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'এখানে আমি যেমন নিরপেক্ষ, তিনিও নিরপেক্ষ এবং এটি ছিল মূলত সৌজন্য সাক্ষাৎকার। তিনি (প্রধান উপদেষ্টা) যেটা জানতে চেয়েছেন, একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কি না।'

বৈঠক সম্পর্কে সিইসি বলেন, 'আমরা বলেছি, আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। গাড়ির চারটা গিয়ার একসঙ্গে পাহাড়ের ওপর উঠতে গেলে যেমন হয়, আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি। এখানে নানাবিধ চ্যালেঞ্জের মধ্যেই আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি।'

'নির্বাচনের তারিখ ও শিডিউল ঘোষণা হলে আপনারা যথাসময়ে জানতে পারবেন। একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্যহারা হলে চলবে না', বলেন তিনি।

আপনারা কোন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জানতে চাইলে সিইসি বলেন, 'আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। কারণ প্রধান উপদেষ্টা স্থানীয় নির্বাচনের কথা বলছেন না। তিনি জাতিকে যে ওয়াদা দিচ্ছেন, দেশে- বিদেশে যে কথা বলছেন- তা হলো জাতীয় নির্বাচনের। আমরা তার কমিটমেন্টের প্রস্তুতিতেই এগুচ্ছি।'

ইসি পুনর্গঠন হবে কি না এই প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'আমি কোনো মন্তব্য করতে চাই না। রাজনৈতিক দল, তারা বক্তব্য দিতে পারে।'

তিনি বলেন, 'যত দ্রুত সম্ভব, আমরা প্রস্তুতি নিচ্ছি। যখনই সরকার নির্বাচন করতে চায়, আমরা যাতে করতে পারি।'
 
নির্বাচনের সময়সীমা নিয়ে জানতে চাইলে সিইসি বলেন, 'লন্ডনে ফেব্রুয়ারির কথা এসেছে, এপ্রিলের কথা এসেছে, ওই দুটি টাইমফ্রেমকে নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।'

সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনার কারাগারে, বর্তমান সিইসি হিসেবে প্রতিক্রিয়া জানতে চাইলে নাসির উদ্দীন বলেন, 'বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।'

Comments

The Daily Star  | English
Rethinking policing in Bangladesh

From force to service: Rethinking policing in Bangladesh

Reform requires transforming the very meaning of policing in a democratic republic from an authoritarian order.

5h ago