৩১ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা

নির্বাচন কমিশন আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। এরপর ২১ আগস্ট পর্যন্ত আপত্তি ও দাবি যাচাই-বাছাই শেষে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।
রাজধানীর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে গতকাল মঙ্গলবার এ তথ্য জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।
নির্বাচন কর্মকর্তারা জানান, নতুন ও পূর্বে বাদ পড়া ভোটারদের সংযুক্ত করে এবং মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার।
গত ২ মার্চ পর্যন্ত নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
২০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে।
এনআইডি উইংয়ের প্রতিবেদন অনুযায়ী, ৬০ লাখ ৮৭ হাজার ৭৩৯ জন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন এবং ২০ লাখের বেশি মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
Comments