ভোটার তালিকায় নতুন যুক্ত ৬০ লাখ, মৃত ২০ লাখের নাম বাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
ছবি: স্টার ফাইল ফটো

ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৬০ লাখের বেশি নাগরিক। পাশাপাশি ২০ লাখের বেশি মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) এক প্রতিবেদনে নতুন ভোটার যুক্ত হওয়ার বিষয়টি জানা গেছে। 

চলমান হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য একীভূত করে ইসি প্রতিবেদনটি তৈরি করে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের সই করা প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত ৬০ লাখ ৮৭ হাজার ৭৩৯ জন নতুন ভোটার তালিকায় যুক্ত করার জন্য তথ্য সংগ্রহ করা হয়েছে। 

তাদের মধ্যে পুরুষ ভোটার ২৮ লাখ ৫৯ হাজার ৫৯৯ জন, নারী ভোটার ৩২ লাখ ২৭ হাজার ৭৭৫ জন ও হিজড়া ভোটার ১ হাজার ৫৫ জন।

গত ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের এই কার্যক্রম বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করে ইসি। চলতি বছরের ৩০ জুনের মধ্যে এই কার্যক্রম শেষ করার কথা।

ইসির প্রতিবেদনে বলা হয়, মৃত ২০ লাখ ৮৭ হাজার ৩৬ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। তাদের মধ্যে পুরুষ ১২ লাখ ৩১৫ জন, নারী ৮ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন ও হিজড়া ৩৩০ জন।

ভোটার নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধনকেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।

Comments

The Daily Star  | English
NBR to become separate specialised agency

NBR officials withdraw complete shutdown programme

However, the non-cooperation programme with the NBR chairman will continue

26m ago