৩৮ মাসে ‘নগদ’ থেকে ডাক বিভাগের আয় ৪ কোটি ৬০ লাখ টাকা

গত ৩৮ মাসে ডিজিটাল লেনদেন ‘নগদ’ থেকে ডাক বিভাগ ৪ কোটি ৬০ লাখ টাকা আয় করেছে।
নগদ

গত ৩৮ মাসে ডিজিটাল লেনদেন 'নগদ' থেকে ডাক বিভাগ ৪ কোটি ৬০ লাখ টাকা আয় করেছে।

আজ বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বৈঠকে 'নগদ' এর সার্বিক কার্যক্রম সম্পর্কে তথ্য-উপাত্ত চেয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।

তবে মন্ত্রণালয় আজকের সভায় বিস্তারিত তথ্য জানাতে পারেনি।

মন্ত্রণালয় জানায়, নগদ ডাক বিভাগের লোগো ব্যবহার করে। গত ৩৮ মাসে 'নগদ' থেকে ডাক বিভাগের আয় হয়েছে ৪ কোটি ৬০ লাখ টাকা।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন 'নগদ' কোন প্রক্রিয়ায় ডাক বিভাগের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে তা নিয়ে আলোচনা হয় এবং এর সার্বিক কার্যক্রম সম্পর্কে তথ্য-উপাত্ত আগামী সভায় উপস্থাপন করার জন্য সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে কমিটির সদস্য তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেনজীর আহমদ, রেজওয়ান আহাম্মদ, ফাহমী গোলন্দাজ, নুরুল আমিন, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম এবং অপরাজিতা হক বৈঠকে অংশ নেন।

Comments