চট্টগ্রামে বিলাওয়াল ভুট্টোর যাত্রাবিরতি, স্বাগত জানালেন হাছান মাহমুদ

বিলাওয়াল ভুট্টো
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে স্বাগত জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: টুইটার

কম্বোডিয়া যাওয়ার পথে আজ বুধবার চট্টগ্রামে সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এ সময় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ তাকে অভ্যর্থনা ও স্বাগত জানান।

৪-৬ আগস্ট আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম মন্ত্রী পর্যায়ের  বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাচ্ছেন বিলাওয়াল ভুট্টো জারদারি।

বিমানবন্দরে ড. হাছান মাহমুদ ও বিলাওয়াল ভুট্টো একে অপরকে বই উপহার দেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রায় ৪০ মিনিট চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করেন।

বিরতির সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা দেন।

বিলাওয়াল ভুট্টো বলেন, 'বাংলাদেশের উপর দিয়ে যাওয়ার সময়, আমি মহামান্যের সুস্বাস্থ্য, সুখ-শান্তি এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই।'

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনও কম্বোডিয়ায় এআরএফ-এ যোগ দিচ্ছেন।

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago