বাংলাদেশের সঙ্গে জলবিদ্যুৎ, বাণিজ্য ও পর্যটন সহযোগিতা দৃঢ় করার আশা নেপালের

নেপাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে নেপালের সংসদীয় প্রতিনিধিদল। ছবি: পিআইডি

বাংলাদেশের সঙ্গে জলবিদ্যুৎ, পর্যটন, শিক্ষা, আইসিটি, বাণিজ্য খাতে সহযোগিতা আরও সুসংহত করার আশা প্রকাশ করেছে নেপাল।

বাংলাদেশে সফররত নেপালের ৮ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে এ আশা প্রকাশ করেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নেপালের ফেডারেল পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারপারসন পবিত্র নিরুওলা খারেল।

ঢাকায় নেপাল দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা গড়ে তোলা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুসংহত করার বিষয়ে আলোচনা হয়।

পবিত্র নিরুওলা খারেল দুই দেশের মধ্যে সংসদীয় পর্যায়ের আদান-প্রদান বাড়ানোর ওপর জোর দেন।

তিনি বলেন, জলবিদ্যুৎ, বাণিজ্য ও পর্যটন খাতে সহযোগিতা ত্বরান্বিত করা হলে দুই দেশই লাভবান হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে সমর্থন করায় নেপালের নেতৃত্ব ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, নেপালসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে তার সরকার অত্যন্ত গুরুত্ব দেয়।

প্রধানমন্ত্রী বাণিজ্য, জ্বালানি, পর্যটন, শিক্ষা ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে বিদ্যমান সম্ভাবনার কথা তুলে ধরেন এবং বিবিআইএন কাঠামোর অধীনে সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

গতকাল নেপালের সংসদীয় প্রতিনিধি দল বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে মত বিনিময় করে। 

প্রতিনিধি দলটি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করে।

সফররত সংসদীয় প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-সংসদ সদস্য চাঁদতারা কুমারী, ড. দীপক প্রকাশ ভট্ট, দেব প্রসাদ তিমলসেনা, লীলা দেবী সিতৌলা, নারদ মুনি রানা, সরলা কুমারী যাদব এবং ফেডারেল পার্লামেন্ট সেক্রেটারিয়েটের আন্ডার সেক্রেটারি গোপাল সিগদেল।

প্রতিনিধি দলটি ৩-৬ আগস্ট বাংলাদেশ সফরে আছে। তারা আগামীকাল বিকেলে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Persecuted by Arakan Army, Rohingyas fleeing to Bangladesh

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

1h ago