জাপান থেকে ১২৮০ গাড়ি এলো মোংলা বন্দরে 

প্রথমবারের মতো জাপান থেকে ১ হাজার ২৮০টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মালয়েশিয়ান জাহাজ 'এমভি মালয়েশিয়া স্টার'। 
প্রথমবারের মতো জাপান থেকে সব থেকে বেশি গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মালয়েশিয়ান জাহাজ 'এমভি মালয়েশিয়া স্টার'। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো জাপান থেকে ১ হাজার ২৮০টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মালয়েশিয়ান জাহাজ 'এমভি মালয়েশিয়া স্টার'। 

আজ রোববার সকালে জাহাজটি ১ হাজার ২৮০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরের ৬ নম্বর জেটিতে আসে। মোংলা বন্দরে একসঙ্গে এত গাড়ি আসার ঘটনা এটাই প্রথম। 

এর আগে এ বন্দরে একসঙ্গে ৫০০ থেকে ৭০০ গাড়ি আনা হতো। বেশিরভাগ ক্ষেত্রে জাহাজ থেকে কিছু গাড়ি চট্টগ্রামে খালাস করে বাকি গাড়িগুলো এ বন্দরে আনা হতো  

পদ্মা সেতুর উদ্বোধনের পর আমদানিকারকরা সরাসরি এ বন্দরে গাড়ি আমদানি করতে বেশি উৎসাহিত হয়েছেন বলে দাবি করেছেন বন্দর কর্তৃপক্ষ।

অ্যানশিয়েন্ট স্টিমশিপের খুলনার ব্যবস্থাপক এমভি মালয়েশিয়া স্টারের স্থানীয় শিপিং এজেন্ট ওয়াহিদুজ্জামান জানান, আজ সকালে জাহাজটি বন্দরে নোঙর করে। জাহাজের গাড়িগুলি ইতিমধ্যেই খালাস করা শুরু হয়েছে।  আগামীকালের মধ্যে সব গাড়ি আনলোড করা সম্ভব হবে বলে আশা জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন, 'আগে জাপান থেকে গাড়ি নিয়ে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে প্রথমে আসত। সেখানে কিছু গাড়ি নামিয়ে পরে এ বন্দরে আসত। তখন মোংলায় একসঙ্গে ৫০০ থেকে ৭০০ গাড়ি আসতো। বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ায় আমদানিকারকরা সরাসরি মোংলা বন্দরে গাড়ি আমদানিতে উৎসাহিত হয়েছেন। কারণ মোংলা বন্দর থেকে ঢাকায় গাড়ি পৌঁছাতে খরচ অনেক কম।'

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, 'সড়কপথে রাজধানী ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব অন্যান্য বন্দরের তুলনায়  কম। পদ্মা সেতু চালু হওয়ায় মোংলা বন্দরের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ আরও ভালো হয়েছে। ফলে আমদানি-রপ্তানিকারকরা আগের চেয়ে মোংলা বন্দর ব্যবহারে বেশি আগ্রহী হয়েছেন। ফলে মোংলা বন্দরে একসঙ্গে  ১ হাজার ২৮০টি গাড়ি আসলো।'

 

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

5h ago