ডিজেলের দাম বাড়ায় নদীতে যাচ্ছে না জেলে, ইলিশ আহরণ ব্যাহতের আশঙ্কা

ভোলা ইলিশ
নানা সংকটের মধ্যে তেলের দাম বাড়ায়, নদীতে মাছ ধরতে না গিয়ে অলস সময় পার করছেন ভোলার দৌলতখানের জেলেরা। ছবি: মনির উদ্দিন অনিক/স্টার

বর্ষাকাল ইলিশ ধরার ভরা মৌসুম হলেও, জ্বালানি তেলের দাম বাড়ায় গত ২ দিন বরিশাল অঞ্চলের জেলেদের একটি অংশ মাছ ধরতে যাচ্ছে না। এতে বাজারে মাছের সরবরাহ কিছুটা কম এবং বরিশাল অঞ্চলে বার্ষিক ইলিশের আহরণের লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হতে পারে।

মৎস্য বিক্রয় কেন্দ্র ও মৎস্য দপ্তর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলেরা জানান, একটি ট্রলার মাছ ধরে ফিরে আসতে অন্তত ৪ দিন লাগে। এ সময়ে ট্রলারটি প্রায় ৩০০ কিলোমিটার আসা-যাওয়া করে এবং তেল লাগে ৩০০ লিটারের বেশি।

ভোলার দৌলতখান উপজেলার মুন্সীর হাট এলাকার জেলে নীরব মাঝি দ্য ডেইলি স্টারকে বলেন, 'তেলের দাম বাড়ায় গত ২ দিন ট্রলার নিয়ে নদীতে যাওয়া হয়নি। আগে একবার মাছ ধরতে যেতে ২৫ হাজার টাকার বেশি ডিজেল লাগলেও, এখন লাগবে ৪৫ হাজার টাকার বেশি তেল।'

'এ কারণে এই মুহূর্তে ট্রলার নিয়ে নদীতে মাছ ধরা লাভজনক নাও হতে পারে,' বলেন তিনি।

ভোলা ইলিশ
ভোলা সদর উপজেলার শিবপুর ঘাটে নোঙর করে রাখা মাছ ধরা নৌকা। ছবি: মনির উদ্দিন অনিক/স্টার

শুধু নীরব মাঝি নয়, গত ২ দিনে দৌলতখানের প্রায় অর্ধশত মাছ ধরার ট্রলার নদীতে যায়নি বলে জেলেরা জানায়।

একই এলাকার মনির মাঝি ডেইলি স্টারকে বলেন, 'ইলিশ আহরণ বন্ধ থাকায় আমরা সমস্যায় পড়েছি।'

ভোলা সদর ফিশিং ঘাটের বেশ কিছু ট্রলারও নদীতে মাছ ধরতে যাচ্ছে না।

ফিশিং ঘাটের জেলে সিদ্দিকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'এখন নদীতে মাছ কম। তার উপর তেলের দাম বাড়ায় অনেকেই ঝুঁকি নিতে চাচ্ছেন না। লোকসানের আশঙ্কায় অনেকেই নদীতে যেতে চাইছে না।'

বরিশাল পোর্ট রোড পাইকারি মৎস্য বিক্রয় কেন্দ্রের সভাপতি নীরব হোসেন টুটুল দ্য ডেইলি স্টারকে জানান, এই মাছ বিক্রয় কেন্দ্রে প্রতিদিনই ট্রলার আসলেও, গত ২ দিনে কোনো ট্রলার আসেনি।

বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, বিভাগের মোট ৩ লাখ ৬৫ হাজার নিবন্ধিত জেলে গত বছর ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন ইলিশ আহরণ করেছিলেন। গত বছর সারা দেশে সাড়ে ৫ লাখ টন ইলিশ আহরণ হয়েছিল।

এ বছর ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ টন। এর মধ্যে বরিশাল বিভাগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ টন।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইলিশ ধরার মৌসুম শুরু হয়েছে। মৌসুমের মাঝামাঝি মাছ বেশি হলে সব ট্রলারই নদীতে যাবে বলে আশা করছি।'

জানতে চাইলে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান তালুকদার ডেইলি স্টারকে বলেন, 'এ বছর ইলিশের লক্ষ্যমাত্রা ৪ লাখ টন ধরা হলেও, তা পূরণ নাও হতে পারে। তবে তেলের দাম বৃদ্ধির কারণে জেলেরা নদীতে নামছে না, এটি আংশিক ঠিক। নদীতে এই মুহূর্তে মাছও কম।'

'আমরা শুনেছি জেলেদের কেউ কেউ মাছ ধরতে যেতে পারছে না। তবে এটি ব্যাপকভাবে হচ্ছে, তা শুনিনি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
zubuyer

Bangladeshi photographer captures stunning nebulae with self-made telescope

Astrophotographer Zubuyer Kaolin captures a stunning Orion Nebula image with a self-built telescope

1h ago