ভেজাল ওষুধ তৈরিতে ১০ বছর জেল, ওষুধ আইনের খসড়া অনুমোদন

ভেজাল ওষুধ তৈরির অপরাধে সর্বোচ্চ ১০ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ওষুধ আইন ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
ফাইল ছবি

ভেজাল ওষুধ তৈরির অপরাধে সর্বোচ্চ ১০ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ওষুধ আইন ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সরকারি অনুমোদন ছাড়া ওষুধ আমদানির ক্ষেত্রেও একই শাস্তি প্রযোজ্য হবে।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন বা আমদানি, রেজিস্ট্রেশন ছাড়া ওষুধ উৎপাদন, আমদানি, রপ্তানি, বিপণন, মজুদ, বিক্রয় বা প্রদর্শন এবং ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রয়, মজুদ, বাজারজাতকরণ এবং সরকারি ওষুধ চুরি ও বিক্রির অপরাধে সর্বোচ্চ ১০ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

বিদ্যমান আইনে এসব অপরাধের শাস্তি সর্বোচ্চ ৩ বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা।

 

Comments