নরসিংদীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে গোপন সংবাদেরভিত্তিতে নরসিংদীর বাদুয়ারচর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তার কিশোরদের কাছ থেকে ২টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিল। আজ বাদুয়ারচর এলাকায় গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English

5 killed as bus hits ambulance on Dhaka-Mawa Expressway

The accident occurred around 11:30am when the bus hit the ambulance parked on the expressway at Nimtola.

1h ago