ওসমানী বিমানবন্দরে লন্ডনগামী বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কা

ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ অবতরণের সময় এর ইঞ্জিনের সঙ্গে পাখির ধাক্কা লেগেছে।

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, 'আজ রোববার সকাল ৮টা ৩৯ মিনিটে ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডনগামী বিজি-২০১ ফ্লাইটের ইঞ্জিনের সঙ্গে পাখির ধাক্কা লাগে।'

'বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে। যাত্রীরা নিরাপদে আছেন এবং তারা বিমানবন্দরের লাউঞ্জে বিশ্রাম নিচ্ছেন', যোগ করেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার ডেইলি স্টারকে বলেন, '৮৫ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করা বোয়িং ৭৮৭ মডেলের উড়োজাহাজটিকে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন পাইলট।'

'সিলেট থেকে সকাল ৯টা ৪০ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল ফ্লাইটটির', যোগ করেন তিনি।

বিমানের এই মুখপাত্র বলেন, 'ফ্লাইটটির সময় দুপুর ২টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও তা ঠিক করতে ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে প্রকৌশলীদের একটি দল।'

তাহেরা খন্দকার বলেন, 'আমরা আশা করছি- শিগগির উড়োজাহাজটি উড্ডয়নের জন্য প্রস্তুত হবে।'

এই ফ্লাইটে প্রায় ২৯৭ জন যাত্রীর লন্ডন যাওয়ার কথা রয়েছে।

এর আগে, গত মার্চে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইঞ্জিনে পাখির আঘাতে বিমানের আরেকটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।
 

Comments

The Daily Star  | English

Fire breaks out at Bailey Road restaurant

Eight fire engines went to the spot to douse the blaze

20m ago