সিলেটে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে স্বামীর আত্মহত্যাচেষ্টা

স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজে গলায় ‍ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজের গলায় ছুরি চালানো ওই ব্যক্তির নাম মো. শাহজাহান (৩০)। তিনি পেশায় কাঠমিস্ত্রি।

স্থানীয়দের বরাতে সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম দ্য ডেইলি স্টারকে জানান, সিলেটের বিয়ানীবাজার এলাকার চারখাই এলাকার বাসিন্দা গত ১ আগস্ট বাদাম বাগিচার ২ নম্বর সড়কের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে আসেন। বাসায় তার স্ত্রী, মা, ও ২ সন্তান থাকলেও শাহজাহান মাঝেমাঝে আসতেন। গতকাল সন্ধ্যায় শাহজাহান বাসায় এসে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীকে কোপাতে থাকেন। তখন বাধা দিতে গিয়ে আহত হন তার শাশুড়ি। পরে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধারকে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।'

Comments

The Daily Star  | English

Netanyahu says new Gaza offensive will start soon

The Israel PM says his only choice is to seize Gaza City; UN Security Council hears new calls for ceasefire, aid

2h ago