বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৩ শতাধিক জেলে উদ্ধার, নিখোঁজ ১২৪

পটুয়াখালী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বৈরি আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের মধ্যে গত ২ দিনে ৩ শতাধিক জেলেকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ আছেন ১২৪ জন।

নিখোঁজ জেলেদের মধ্যে আলীপুর এলাকার ১১২ জন এবং মহিপুর এলাকার ১২ জন।

মৎস্য মালিক সমিতির উদ্ধারকারী ট্রলার ও কোস্টগার্ডের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সুন্দরবন ও সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় ৩ শতাধিক জেলেদের উদ্ধার করেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

তিনি বলেন, 'আমাদের আলীপুরের এখনো ৬টি ট্রলারসহ ১১২ জন জেলের হদিস মিলছে না। প্রতি বছর ঘূর্ণিঝড় ও সাগরে নিম্নচাপ সৃষ্টি হলে আমাদের এখানে ট্রলারডুবির ঘটনা ঘটে। মূলত আমাদের এখানে কোনো উদ্ধারকারী নৌযান নেই।'

মহিপুর আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, 'আমাদের এখানে ১২ জেলেসহ 'এফবি মা বাবার দোয়া' নামের একটি ট্রলার নিখোঁজ আছে। তবে, ডুবে যাওয়া ১৫ ট্রলারের সব জেলের সন্ধান পাওয়া গেছে। কিছু জেলে ভারতে উদ্ধার হয়েছে। আশা করছি এসব জেলেদের দেশে ফিরিয়ে আনতে সরকার সহযোগিতা করবে।'

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান বলেন, 'জেলেদের পরিবারেরর খোঁজ-খবর নিয়েছি। তারা এখানে একটি দুর্যোগ সহনশীল উদ্ধারকারী নৌযানের দাবি জানিয়েছে। আমি বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করব এবং জাতীয় সংসদ উপস্থাপন করব।'

Comments

The Daily Star  | English

How Dhaka’s rickshaw pullers bear a hidden health toll

At dawn, when Dhaka is just beginning to stir, thousands of rickshaw pullers set off on their daily grind.

17h ago