১ সেপ্টেম্বর থেকে ২ হাজার ৩৬৩ কেন্দ্রে ওএমএসের চাল বিক্রি

আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ৮১১টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করে মোট ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।
ফাইল ছবি: রাশেদ সুমন

আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ৮১১টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করে মোট ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।

আজ রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, টিসিবি কার্ডধারীরা ওএমএস'র ন্যায় ন্যায্যমূল্যে ১০ কেজি হিসেবে চাল পাবেন। এর পরিপ্রেক্ষিতে ওএমএস কার্যক্রমে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকারভিত্তিতে চাল দেওয়া হবে।

পোস্টে আরও বলা হয়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ইউনিয়ন পর্যায়ের ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি প্রান্তিক পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল প্রদান করা হবে।

Comments

The Daily Star  | English

Govt cancels deal with Summit Group for second FSRU

Summit terms termination of the deal ‘unjustified’, says will appeal for review

37m ago