ভারতে ৫ মাস বন্দি: দেশে ফিরলেন ৮৮ জেলে

সাগরে মাছ ধরতে গিয়ে গত ফেব্রুয়ারি মাসে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) হাতে আটক হন ৮৮ বাংলাদেশি জেলে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ মাস কারাভোগের পর তারা দেশে ফিরেছেন।

সাগরে মাছ ধরতে গিয়ে গত ফেব্রুয়ারি মাসে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) হাতে আটক হন ৮৮ বাংলাদেশি জেলে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ মাস কারাভোগের পর তারা দেশে ফিরেছেন।

সোমবার বিকেলে সাতক্ষীরা সীমান্তে কালিন্দি নদীতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর জেলেকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

সাতক্ষীরার কৈখালী বিজিবির নায়েক সুবেদার মফিজ মিয়া ও ভারতের শমসেরনগর ক্যাম্পের কমান্ডার ইনস্পেক্টর অনিল কুমার এ বৈঠকের নেতৃত্ব দেন।

এ সময় জেলেদের মাছ ধরার দুটি ট্রলারও হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের কৈখালী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মফিজ মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এই জেলেরা গত ফেব্রুয়ারি মাসে সাগরে মাছ শিকারে যান। একপর্যায়ে তারা পথ হারিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করলে বিএসএফ তাদেরকে আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের কারাগারে পাঠানো হয়।'

কারাভোগকারী এই জেলেদের ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয় বলে জানান তিনি।

এই জেলেদের শিগগির তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
 

Comments