যে কারণে পদ্মা সেতুতে ধীরগতি

ছবি: স্টার

পদ্মা সেতুর প্রায় ৩ কিলোমিটার অংশজুড়ে রেলিংয়ের কাজ চলছে। সেতুর মাওয়া থেকে জাজিরা-মুখী লেনের একাংশে গত ১৬ দিন ধরে কাজ চলছে। যা শেষ হতে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের দ্য ডেইলি স্টারকে বলেন, 'পদ্মা সেতুর দুপাশে রেলিংয়ের কাজ চলছে। রেলিংয়ের গোড়া ঢালাই করে দেওয়া হচ্ছে। নাট-বল্টু সিল করে গ্রাউটিং চলছে। ল্যাম্পপোস্টের গোড়ায় ঢালাই দেওয়া হচ্ছে। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সেতুতে আনুষঙ্গিক ছোটখাটো কাজ চলতে থাকবে।'

তিনি জানান, এখন যেখানে কাজ চলছে, তার প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ শেষ হতে আরও ৩-৪ দিন সময় লাগবে। বর্তমানে ৬.১৫ কিলোমিটার সেতুর ৩ কিলোমিটারে কাজ শুরু হয়েছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, টোল পরিশোধ শেষে কিছদূর সামনে যাওয়ার পর ঢাকামুখী লেন দিয়ে গাড়ি আসা-যাওয়া করছে। এজন্য মূল সেতুতে ধীরগতিতে যানবাহন চলছে। ব্যারিকেড দেওয়া হয়েছে এবং মূল সেতুতে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে।

রিফাত হোসেন নামে একজন মাইক্রোবাস যাত্রী দ্য ডেইলি স্টারকে বলেন, 'শরিয়তপুর জাজিরা প্রান্ত থেকে মূল সেতুতে যাওয়ার পর এক নম্বর পিলার থেকে ধীরগতি শুরু হয়েছে। একটি লেন দিয়ে যানবাহন চলাচল করছে। ভারী ট্রাক ধীরগতিতে চলার কারণে বাকি যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। তবে, আরেকটু সতর্কতামূলক নির্দেশিকা থাকলে সুবিধা হতো।'

Comments

The Daily Star  | English

Incorporate ‘July Declaration’ into constitution by Aug 5

Demands Nahid at Sherpur rally, warns of mass rally in Dhaka

10m ago