রাতে ‘চিকিৎসক নেই’ ওষুধের দোকান বন্ধ, হাসপাতালও কি বন্ধ করে দেবেন

‘হাসপাতাল সংযুক্ত ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার যৌক্তিকতা আমরা দেখি না’ উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গতকাল বলেছেন, ‘যেখানে রোববার থেকে বৃহস্পতিবারে সুনির্দিষ্ট সময়ের পর, শুক্র-শনিবার ও রাতের বেলা চিকিৎসকই পাওয়া যায় না, সেখানে ওষুধের দোকান কেন খোলা রাখা হবে?’

'হাসপাতাল সংযুক্ত ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার যৌক্তিকতা আমরা দেখি না' উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গতকাল বলেছেন, 'যেখানে রোববার থেকে বৃহস্পতিবারে সুনির্দিষ্ট সময়ের পর, শুক্র-শনিবার ও রাতের বেলা চিকিৎসকই পাওয়া যায় না, সেখানে ওষুধের দোকান কেন খোলা রাখা হবে?'

আসলেই কি রাতের বেলায় হাসপাতালে চিকিৎসক পাওয়া যায় না? দ্য ডেইলি স্টার কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান এবং চিকিৎসক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারের সঙ্গে।

তারা বলেন, রাতে হাসপাতালগুলোতে চিকিৎসক থাকেন। এ বিষয়ে ডিএসসিসি মেয়র ভুল তথ্য দিয়েছেন। তার উচিত দুঃখ প্রকাশ করা।

মেয়র যেটা বলেছেন, সেটা ভুল তথ্য বলে উল্লেখ করে অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, 'অবশ্যই রাতে হাসপাতালে চিকিৎসক পাওয়া যায়। আমাদের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা চিকিৎসক থাকছেন। সারাদেশের হাসপাতালগুলোর জরুরি বিভাগে ২৪ ঘণ্টাই চিকিৎসক থাকছেন।'

'আবার শুধু যে চিকিৎসক থাকলেই ওষুধ লাগবে, বিষয়টি তো এমন নয়। হাসপাতালে যে রোগী ভর্তি আছে, তার একটা প্রেসক্রিপশন করা হয়েছে। এখন রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় রাতেও সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দরকার হতে পারে। আবার অনেকে হঠাৎ অসুস্থ হলে জরুরিভিত্তিতে তার ওষুধের দরকার হতে পারে। কারো হয়তো হার্টের রোগ আছে। চিকিৎসক তাকে বলেছেন বুকে ব্যথা অনুভব করলে কী ওষুধ খেতে হবে। রাতে যদি তার ব্যথা অনুভব হয়, তখন তিনি কী করবেন?', বলেন তিনি।

অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, 'একটা ভুল তথ্য দিয়ে অযৌক্তিক একটা সিদ্ধান্ত নিয়ে মেয়র আবারও কথা বললেন, এটা অত্যন্ত দুঃখজনক। তার উচিত হবে এখনই দুঃখ প্রকাশ করে সিদ্ধান্তটা প্রত্যাহার করা। যে সিদ্ধান্ত মানুষের জীবনের ঝুঁকি তৈরি করে, সেরকম সিদ্ধান্তে অবশ্যই দুঃখ প্রকাশ করা উচিত।'

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা বিষয়ে মেয়র শেখ ফজলে নূর তাপসের কোনো ধারণা নেই বলে মনে করেন অধ্যাপক ডা. ইকবাল আর্সলান। তিনি বলেন, 'মেয়র অযৌক্তিক কথা বলেছেন। দেশের স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে কোনো ধারণা না থাকার কারণেই তিনি এ ধরনের কথা বলেছেন। নিজের অজ্ঞতার কারণে তিনি এ ধরনের কথা বলেছেন।'

ডা. আব্দুন নূর তুষার বলেন, 'মেয়রের উচিত হাসপাতালগুলোতে গিয়ে দেখা যে রাতে চিকিৎসক থাকেন কি না। মেয়রের এ মন্তব্য শুধু আমি না, বাংলাদেশের সব চিকিৎসকই প্রত্যাখ্যান করেছেন। তারা সবাই মেয়রের এ বক্তব্যের সমালোচনা করছেন। না জেনে-বুঝে এভাবে মেয়রের কথা বলা উচিত?'

'এখন মেয়র যেহেতু বলেছেন রাতে চিকিৎসক থাকেন না, আর তিনিও ওষুধের দোকান বন্ধ করে দিয়েছেন, তাহলে হাসপাতাল খোলা রেখে লাভ কী? তার মতে, রাতে চিকিৎসক নেই, তিনি ওষুধের দোকান বন্ধ করে দিলেন, এখন তাহলে রাতে হাসপাতালও বন্ধ করে দিক?', বলেন তিনি।

Comments