বিকল্প উৎস থেকে চাল আমদানির প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে চাল আমদানির প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে চাল আমদানির প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার মন্ত্রিপরিষদ বৈঠকের পর এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, 'সরকার যাতে অন্য দেশ থেকে চাল আমদানি করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সরকার খাদ্যবান্ধব কর্মসূচি চালু করায় বাজারে চালের দাম ৪ থেকে ৫ টাকা কমেছে। খাদ্যবান্ধব এবং ওএমএস চালু করায় সরবরাহের জন্য যে পরিমাণ চাল প্রয়োজন, তা পূরণ করতে সরকার ৫টি দেশের সঙ্গে চুক্তি করেছে। আগামী কিছুদিনের মধ্যে এসব খাদ্যশস্য দেশে আসবে।'

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, 'ভারত, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড ও রাশিয়া থেকে চাল ও গম আমদানি করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, শুধু এর ওপর নির্ভর না করে আরও কয়েকটি উৎসকে বিকল্প হিসেবে প্রস্তুত রাখতে হবে। যেন শেষ মুহূর্তে কোনো জটিলতা না হয়।'

Comments