বিডা’র নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন লোকমান হোসেন মিয়া

লোকমান হোসেন মিয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে আজ রোববার যোগদান করেছেন লোকমান হোসেন মিয়া। তিনি বিদায়ী নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

এসময় বিডা'র কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সঙ্গে মতবিনিময় করেন।

লোকমান হোসেন মিয়া এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য (এডমিন), ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে হিসেবে কর্মরত ছিলেন।

অনন্য কাজের স্বীকৃতিস্বরূপ 'জনপ্রশাসন পদক ২০১৯' অর্জন করেন লোকমান হোসেন মিয়া। ২০২২ সালের ১৪ জুন তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ২০২২ সালের ২৩ আগস্ট সরকার তার অবসরোত্তর ছুটি বাতিল করে বিডা'র পরবর্তী নির্বাহী চেয়ারম্যান হিসেবে প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন অনুসারে আজ বিডা'র নির্বাহী চেয়ারম্যান হিসাবে যোগদান করেন এবং পরবর্তী ৩ বছর মেয়াদে তিনি সিনিয়র সচিব পদমর্যাদায় এ পদে দায়িত্ব পালন করবেন।

লোকমান হোসেন মিয়া ১৯৬৩ সালে বরিশালের গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি চাকরি জীবনে সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক, জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, নরসিংদী জেলা পরিষদের সচিব, মহেশপুর উপজেলায় ইউএনও, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার, জাতীয় সংসদের হুইপের একান্ত সচিব, নারায়ণগঞ্জ সদর উপজেলা ও আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনারসহ (ভূমি) সরকারের অন্যান্য সেক্টর ও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরসহ ৩০টি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। 

লোকমান হোসেন মিয়া ৩ সন্তানের জনক।

Comments

The Daily Star  | English

How Dhaka’s rickshaw pullers bear a hidden health toll

At dawn, when Dhaka is just beginning to stir, thousands of rickshaw pullers set off on their daily grind.

19h ago