মুক্তিযুদ্ধে হতাহত ভারতীয় সেনাদের বংশধরদের জন্য মুজিব বৃত্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত ও আহত ভারতীয় সেনাদের বংশধরদের মুজিব বৃত্তি প্রদান করবেন।

আজ মঙ্গলবার তিনি জানান, আগামীকাল বুধবার এই পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে।

ভারতীয় সেনা সদস্যদের পরিবারের ২০০ সদস্য এই বৃত্তি পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, '১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার এবং সে দেশের জনগণের মূল্যবান সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি উজ্জ্বল মুহূর্ত...।'

তিনি বলেন, 'আগামীকাল আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ বা গুরুতর আহত ভারতের প্রতিরক্ষা বাহিনীর সৈনিক বা অফিসারদের পরিবারের সদস্যদের মুজিব বৃত্তি প্রদান করব।'

শেখ হাসিনার সরকার এর আগে লেখক, সাংবাদিক ও রাজনীতিবিদসহ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যান্য ভারতীয় সমর্থকদের সম্মানিত করেছিল।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago