পাবনায় শিয়ালের আক্রমণে আহত অন্তত ২০

প্রতীকী ছবি

পাবনার বেড়া উপজেলায় শিয়ালের আক্রমণে অন্তত ২০ জন আহত হয়েছেন। শিয়ালের আক্রমণের শিকার কয়েকজন ইতোমধ্যে জলাতঙ্ক রোগের টিকা নিয়েছেন।

গতকাল বুধবার রাতে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের রাকসা, সোনাপদ্মা, চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এসব গ্রামে এখন শিয়ালের আক্রমণের আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় পশু চিকিৎসক খায়রুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বুধবার রাতে বাটিয়াখড়া কবরস্থান থেকে একদল শিয়াল লোকালয়ে গিয়ে প্রথমে বাটিয়াখড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান করা কয়েকজনকে কামড় দেয়।

এ সময় শিয়ালের কামড়ে আহত হন ওই গ্রামের স্থানীয় বৃদ্ধ আব্দুল কাদের (৬০), লাল্টু (৫৫), ওয়াজেদ (৩০)। 

পরে শিয়ালের দল বিভিন্ন গ্রামে ঢুকে আক্রমণ করে। 

এ সময় শিয়ালের আক্রমণে আঞ্জুয়ারা খাতুন (৪২), জেসমিন (১৪), রঞ্জনা (২৫), নিলয় (৭), রাবেয়া (৯), রেহেনা (৪৫), রাজিয়াসহ আরও কয়েকজন আহত হন।

গ্রামবাসীদের প্রতিরোধের মুখে শিয়ালের দল পালিয়ে গেলেও, একটি শিয়াল আটক করে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসী।

শিয়ালের আক্রমণের বিষয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা-তুজ জান্নাত সাংবাদিকদের বলেন, 'ঘটনার পর অনেকেই হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন এবং জলাতঙ্ক রোগের টিকা গ্রহণ করেছেন।'
 
আক্রান্ত কেউ স্বাস্থ্যকেন্দ্রে গেলে তাদের ভ্যাকসিন দেওয়া হবে বলে তিনি জানান।

 

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago