স্মার্টকার্ড ব্যবহার করলে মেট্রোরেলের ভাড়ায় ১০ শতাংশ ছাড়

মেট্রোরেলের ভাড়া পরিশোধের জন্য মেট্রো কর্তৃপক্ষের দেওয়া বিশেষ স্মার্টকার্ড ব্যবহার করলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছে ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ)।
ছবি: স্টার ফাইল ফটো

মেট্রোরেলের ভাড়া পরিশোধের জন্য মেট্রো কর্তৃপক্ষের দেওয়া বিশেষ স্মার্টকার্ড ব্যবহার করলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছে ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ)।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

ডিটিসিএর নির্বাহী পরিচালক শাবিহা পারভিন বৃহস্পতিবার রাতে ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্নদের প্রতিটি সিঙ্গেল ট্রিপের জন্য বিশেষ রেয়াতের ব্যবস্থা করা যেতে পারে।

এছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনামূল্যে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরা থেকে কমলাপুর যেতে সর্বোচ্চ ভাড়া হবে ১০০ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। তবে প্রতি কিলোমিটারের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চলতি বছরের ডিসেম্বরে এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা ২০২৩ সালের ডিসেম্বরে চালু হওয়ার কথা রয়েছে।

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত একটি সম্প্রসারিত অংশ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্মিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরা থেকে আগারগাঁও (১১ দশমিক ৭৩ কিলোমিটার) পর্যন্ত ভাড়া ৬০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল (২০ দশমিক ১০ কিলোমিটার) ও উত্তরা থেকে কমলাপুর (২১ দশমিক ২৬ কিলোমিটার)- উভয় রুটে ভাড়া হবে ১০০ টাকা।

উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং ফার্মগেট থেকে মতিঝিলের ভাড়া ৪০ টাকা।

যাত্রীরা ১০ বছর মেয়াদী ১০ হাজার টাকা পর্যন্ত প্রিপেইড কার্ড কিনতে পারবেন। মাসিক, সাপ্তাহিক এবং ফ্যামিলি কার্ডের ব্যবস্থা থাকবে।

সিঙ্গেল ইউস কার্ডও পাওয়া যাবে বলে কর্মকর্তারা জানান।

এর আগে মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

8h ago