চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে অবরোধ-বিক্ষোভ

পুলিশ প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ছবি: স্টার

চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দেড় শতাধিক চাকরিপ্রত্যাশী।

বিক্ষোভকারীদের দাবি, সরকারি চাকরির আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ করা হোক।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগে যানবাহন চলাচল বন্ধ করে দেন। বিক্ষোভকারীরা একটি ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

বিক্ষোভকারীরা একটি ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। ছবি: স্টার

চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের সমন্বয়ক মওদুত হাওলাদার বলেন, 'বর্তমানে সিভিল সার্ভিসে আবেদনের বয়সসীমা ৩০ বছর। আমাদের দাবি তা ৩৫ করা হোক। আওয়ামী লীগ গত জাতীয় নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আমাদের দাবি পূরণ করবে। তবে আগামী নির্বাচন আসন্ন। তবুও তারা আমাদের দাবি পূরণ করেনি।'

তিনি বলেন, 'যখন আয়ু ছিল ৫০, তখন আমাদের বয়সসীমা ছিল ৩০ বছর। এখন যখন আয়ু ৭১, সুতরাং বয়সসীমা কত হওয়া উচিত?'

চাকরিপ্রার্থীরা প্রথমে শাহবাগ জাতীয় জাদুঘরের কাছে অবস্থান নেন। এরপর তারা শাহবাগ মোড়ের ব্যস্ত সড়ক অবরোধ করেন। পরে পুলিশ প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

তারা বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগে যানবাহন চলাচল বন্ধ করে দেন। ছবি: স্টার

ঘটনাস্থল থেকে একজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন যুব প্রজন্মের সমন্বয়ক সাজিদ সেতু।

তবে, পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ মওদুদ হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা কাউকে আটক করিনি। এমনকি পুলিশও বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করেনি। জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে  পুলিশ তাদের ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ করে দেয়।'

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

4h ago