ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি
ভারতে ১ বছর কারাভোগের পর আজ শুক্রবার সন্ধ্যায় ৫ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কাজের আশায় গত বছর দালালের খপ্পরে পড়ে তারা ভারতে যান। সেখানে চেন্নাই শহরে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে। পরে আদালত তাদের এক বছরের সাজা দেন। ভারতের চেন্নাই জেলে জেলে সাজার মেয়াদ শেষ হলে ২ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় আজ সন্ধ্যায় তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ফেরত আসাদের বেনাপোল থানা থেকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে। তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইমিগ্রেশন পুলিশ জানায়, আশরাফুজ্জামান (২৫), শফিকুল ইসলাম (৩৫), সোরাত গাজী (৩৪), মতিউর রহমান (৩৮) এবং দিলিপ মণ্ডল (৪২)।
Comments