ভারত থেকে অবৈধভাবে আনা ১ কোটি টাকার পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা এক কোটি ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী চোরাই মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদক ও চোরাচালান পণ্যসহ চোরাকারবারিদের ধরতে সীমান্তে বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, শাড়ি, পাতা বিড়ি, পান মশলা, মোটর যন্ত্রাংশ, কিট-ক্যাট চকলেট, কসমেটিকস ও অবৈধ পলিথিন ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা।
চোরাচালানের এসব পণ্য বেনাপোল কাস্টমস গোডাউনে জমা হবে বলে জানান তিনি।
'এই ঘটনায় বেনাপোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে', বলেন বিজিবির এই কর্মকর্তা।
Comments