হুন্ডি-অর্থপাচার রোধে অবৈধ মানি এক্সচেঞ্জে অভিযান চালাবে সিআইডি

হুন্ডি বা অর্থপাচার প্রতিরোধে অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান চালাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে সিআইডি সদরদপ্তরে ‘মানি চেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ এর সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

হুন্ডি বা অর্থপাচার প্রতিরোধে অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান চালাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ রোববার বিকেল ৩টায় সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে সিআইডি সদরদপ্তরের সম্মেলন কক্ষে 'মানি চেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশ' এর সঙ্গে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অবৈধ হুন্ডি ব্যবসা, বৈধ এবং অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় বলে জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

তিনি বলেন, 'আলোচনা শেষে অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য মানি চেঞ্জার্স এসোসিয়েশন সিআইডিকে সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে সহমত পোষণ করে।'

হুন্ডি বা অর্থপাচার রোধ, অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম এবং বৈধ মানি এক্সচেঞ্জের অনুনোমোদিত একাধিক শাখা স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে সিআইডির সঙ্গে মানি চেঞ্জার্স এসোসিয়েশন একযোগে কাজ করবে বলেও উল্লেখ করেন আজাদ রহমান।

তিনি আরও বলেন, 'অবৈধ মানি এক্সচেঞ্জের তালিকা প্রদান এবং তাদের অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদান করার বিষয়ে মানি চেঞ্জার্স এসোসিয়েশন প্রতিশ্রুতিবদ্ধ।'

অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে তথ্য সংগ্রহপূর্বক সিআইডি অভিযান পরিচালনা করবে বলেও সেসময় সবাইকে আশ্বস্ত করেন সিআইডি প্রধান।

Comments