এসএসসি পরীক্ষা কেন্দ্রে আ. লীগের সম্মেলন, শিক্ষা কার্যক্রম বন্ধ

আওয়ামী লীগের সম্মেলনের কারণে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্যান্ডেল স্থাপন করা হয়েছে। ছবি: স্টার

ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কারণে আজ মঙ্গলবার ও আগামীকাল ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

দীর্ঘ ৯ বছর পর আগামীকাল ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনের আয়োজন করা হচ্ছে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে। সম্মেলনে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের।

এসএসসি পরীক্ষার সিট পরিকল্পনা তৈরি এবং আওয়ামী লীগের সম্মেলনের জন্য আজ ও আগামীকাল বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম।

এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ খোলা থাকলেও একটি রাজনৈতিক দলের সম্মেলনের কারণে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

তারা বলেন, করোনা মহামারি শুরুর পর থেকে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হয়েছে। তার ওপর শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা না করে একটি দলীয় সম্মেলনের কারণে পরীক্ষার আগের গুরুত্বপূর্ণ এই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা বিবেচনাপ্রসূত না।

আগামীকাল সম্মেলন হলেও আজ শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ রাখার বিষয়ে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার অনুষ্ঠেয় পরীক্ষার সিট প্ল্যান আগামীকাল করার কথা ছিল। কিন্তু আগামীকাল সম্মেলন হওয়ায় আজই সিট প্ল্যান করতে হচ্ছে। তাই শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।'

সম্মেলনের কারণে কোনো সমস্যা হচ্ছে কি না জানতে চাইতে তিনি বলেন, 'সম্মেলনের কারণে আমাদের একটু সমস্যা হবেই। এই কেন্দ্রে সাড়ে ৬০০ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। ক্ষতি তো কিছুটা হচ্ছেই। আমরা এ বিষয়ে (সম্মেলন) আপত্তি জানিয়েছিলাম। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি নিয়ে এখানে প্যান্ডেল করেছে। তবে তারা আশ্বাস দিয়েছে যে, রাতের মধ্যেই সব প্যান্ডেল খুলে নিয়ে যাবে, পরীক্ষায় কোনো ব্যাঘাত ঘটবে না।'

অভিভাবকরা অভিযোগ করে বলেন, ধামরাইয়ে অনেক মাঠ আছে। শিক্ষার্থীদের ক্ষতি করে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠেই সমাবেশ করতে হবে কেন? দলীয় সম্মেলন কি শিক্ষার্থীদের পরীক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

এ বিষয়ে সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম রতন ডেইলি স্টারকে বলেন, 'সম্মেলনে হাজারো মানুষ অংশ নেবেন। ধামরাইয়ে সেই অনুযায়ী বড় জায়গা না পাওয়ায় আমরা বাধ্য হয়ে এই প্রতিষ্ঠানের মাঠ বাছাই করেছি।'

তিনি আরও বলেন, 'এসএসসি পরীক্ষায় কোনো ব্যাঘাত যেন না ঘটে, সেজন্য আমরা সকাল ১০টা থেকে সম্মেলন শুরু করবো এবং সন্ধ্যার মধ্যেই শেষ করে দেবো। এমন শর্তেই আমাদেরকে সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে।'

প্যান্ডেলের যাবতীয় মালামাল রাতের মধ্যেই সরিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আশরাফি ডেইলি স্টারকে বলেন, 'ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারি বিধায় এর দায়িত্বে আছেন ইউএনও। তিনিই ভালো বলতে পারবেন কোন বিবেচনায় এসএসসি পরীক্ষার আগের দিন সেখানে সম্মেলন আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না।'

এ বিষয়ে জানতে ধামরাইয়ের ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকির মোবাইলে কল করা হলে অসুস্থতার কারণে কথা বলতে পারবেন না বলে জানান তিনি।

ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আমি ইতোমধ্যে ইউএনও এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দিয়েছি, সম্মেলনের কারণে শিক্ষার্থীদের কোনো সমস্যা যেন না হয়। সম্মেলনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

2h ago