সোনারগাঁয়ে ৭ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৭ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি৷ 
সোনারগাঁয়ে ৭ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৭ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি৷ ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৭ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি৷ 

আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চান্দেরকীর্তি এলাকায় এই অভিযান চলে৷

অভিযানে নেতৃত্বে দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম। 

তিনি বলেন, 'বৈধ গ্রাহকরা যাতে সঠিকভাবে গ্যাস পায় সেজন্য অভিযান চালানো হয়েছে৷ অভিযানে ৭ কিলোমিটার এলাকার বাসা-বাড়ির ৭ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার জব্দ করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।'

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপমহাব্যবস্থাপক সুরুজ আলম জানান, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উচ্চ চাপসম্পন্ন বাণিজ্যিক গ্যাস সংযোগ থেকে অবৈধভাবে বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ নেওয়া হয়েছে। ফলে বৈধ গ্রাহকরা দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছেন। গ্রাহকদের গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে।

 

Comments

The Daily Star  | English

Ex-ACC official dies in Ctg police custody

A former deputy director of Anti-Corruption Commission (ACC) died in police custody in Chattogram last night

42m ago