বেনাপোল সীমান্তে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে কাঁটাতারের কাছ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে কাঁটাতারের কাছ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে রঘুনাথপুর সীমান্তের কাঁটাতার থেকে বাংলাদেশের ১০ গজ ভেতরে মরদেহটি উদ্ধার করা হয়। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। 

মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Comments