বাংলাদেশ

মিয়ানমারের ছোড়া মর্টার শেলে রোহিঙ্গা যুবক নিহত, আহত ৪

মিয়ানমার থেকে ছোঁড়া মর্টার শেল বিস্ফোরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক রোহিঙ্গা যুবক নিহত ও ৪ বাংলাদেশি আহত হয়েছেন।
গত ২৮ আগস্ট মিয়ানমার থেকে ছোড়া এই মর্টার শেল বাংলাদেশের আধা কিলোমিটার ভেতরে এসে পড়ে। ছবি: জেলা পুলিশের সৌজন্যে

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১ রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ রোহিঙ্গা আহত হয়েছেন।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কোনারপাড়ায় বাংলাদেশ ভূখণ্ডের শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) অশোক কুমার পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কোনাপাড়ার তুমব্রু সীমান্তে নো ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের ক্যাম্পে মর্টার শেল এসে পড়লে বিস্ফোরণ ঘটনায় ১ রোহিঙ্গা যুবক নিহত ও আরও ৪ রোহিঙ্গা আহত হয়েছেন। নিহতের নাম ইকবাল হোসেন বারি (১৮)। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।'

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি ডেইলি স্টারকে বলেন, 'নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার উখিয়া কুতুপালং কেন্দ্রে সরিয়ে নেওয়ার জন‍্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'

স্থানীয়রা জানান, মিয়ানমারের ৫টি মর্টার শেল বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়ে। এর মধ্যে ৩টি বিস্ফোরিত হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতদের রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালংয়ে এমএসএফ হাসপাতালে নিয়ে আসা হয়।

 

 

Comments