বরগুনায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

বরগুনার আমতলীতে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার পুজাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের আমতলী ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পুজাখোলা গ্রামের আলাউদ্দিন হাওলাদারের সঙ্গে তার চাচাতো ভাই হারুন হাওলাদারের ৭ দশমিক ৭৩ একর জমি নিয়ে গত প্রায় ১ দশক ধরে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার শালিস করলেও বিরোধ কমেনি। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান।

হারুন হাওলাদারের অভিযোগ, আলাউদ্দিন হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জন শুক্রবার সকালে তার দখলের জমি দখলে নিতে চাষ শুরু করে। এতে বাধা দিলে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। 
সংঘর্ষে উভয় পক্ষ ধারালো দা, রামদা এবং লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

আহতদের মধ্যে ১১ জনকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বশির, ইউসুফ, নিজাম, মিরাজ ও সিদ্দিক হাওলাদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৪ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হারুন হাওলাদার ডেইলি স্টারকে বলেন, 'ওই জমির মালিক আমি এবং জমি আমার দখলে। স্থানীয় সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জমি আমরা পেলেও প্রতিপক্ষ আলাউদ্দিন হাওলাদার তা মানছেন না।'

আলাউদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'হারুন হাওলাদার জোরপূর্বক আমাদের জমি ভোগদখল করছে।'

জানতে চাইলে আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা ডেইলি স্টারকে বলেন, 'আলাউদ্দিন হাওলাদার ইউনিয়ন পরিষদসহ কারও সালিশ বৈঠকের রায় মানছে না। তারা জবর দখল করে হারুন হাওলাদারের জমি ভোগ দখল করতে চায়।'

ওসি মিজানুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো পক্ষই এখনো মামলা করেনি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Bangladesh demands $4.52 billion in financial claims from Pakistan

"We raised the historical unsettled issues with Pakistan, including a formal public apology," says foreign secy

23m ago