ভাষাসৈনিক রণেশ মৈত্র মারা গেছেন

ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র মারা গেছেন।
রণেশ মৈত্র। ছবি: সংগৃহীত

ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র মারা গেছেন।

আজ সোমবার ভোর ৪ টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।

পঙ্কজ ভট্টাচার্য জানান, গতকাল পাবনা থেকে এসে জ্বর ও কাশির উপসর্গ নিয়ে রণেশ মৈত্র ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

ঐক্য ন্যাপের সভাপতি বলেন, 'তার (রণেশ মৈত্র) মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাখা হবে। আজ অথবা আগামীকাল তার ছেলে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছাবেন। আগামীকাল মঙ্গলবার বিকেলে শাহবাগের ন্যাপ অফিসে তাকে শ্রদ্ধা জানানো হবে।'

একাধারে রাজনীতিবিদ, লেখক ও সাংবাদিক রণেশ মৈত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাশনাল আওয়ামী পার্টিরও অন্যতম প্রতিষ্ঠাতা। পাশাপাশি ঘুঘুদহ ও বিল কুড়ানিয়ার খেতমজুরদের আন্দোলনেরও অন্যতম সংগঠক ছিলেন তিনি।

Comments