বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ইজাজ আহমেদ চৌধুরী মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ইজাজ আহমেদ চৌধুরী। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকালীন ৩ নম্বর সেক্টরের আশ্রমবাড়ি সাব সেক্টরের অধিনায়ক মেজর জেনারেল (অব.) ইজাজ আহমেদ চৌধুরী (৭৮) মারা গেছেন। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন ইজাজ আহমেদ চৌধুরী। 

তার ৩ সন্তানই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তারা দেশে ফিরলেই তার জানাজা ও দাফনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মেজর জেনারেল (অব.) জামিলউদ্দীন আহসান, বীর প্রতীক।

১৯৭১ সালের মার্চ মাসে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন ইজাজ আহমেদ চৌধুরী। ২৫ মার্চ ঢাকায় গণহত্যার পর দ্বিতীয় ইস্ট বেঙ্গলের মেজর কাজী মুহাম্মদ শফিউল্লাহর নেতৃত্বে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। পরবর্তীতে তিনি বহু যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।

মুক্তিযুদ্ধের শুরুতে আশ্রমবাড়ি সাব সেক্টরের অধিনায়ক ছিলেন আজিজুর রহমান। অক্টোবর মাসে এস ফোর্স গঠিত হলে আজিজুর রহমানকে এস ফোর্সের ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব দেওয়া হলে আশ্রমবাড়ি সাব সেক্টরের অধিনায়কের দায়িত্ব পান ইজাজ আহমেদ চৌধুরী। 

মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ নানা পদে দায়িত্ব পালন করেন ইজাজ আহমেদ চৌধুরী। কর্মজীবনে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৬ সালের ২৫ মে বাধ্যতামূলক অবসর পাঠানো হয় তাকে।

ইজাজ আহমেদ চৌধুরীর জন্ম ১৯৪৫ সালের ১ জানুয়ারি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।

১৯৬৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন তিনি। ১৯৬৯ সালের ১৯ এপ্রিল ৪০তম পিএমএ দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শেষে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন।   

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

8h ago