মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন সোমবার

নড়াইল ও গোপালগঞ্জের মধ্যে মধুমতি নদীর ওপর কালনা সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু আগামী সোমবার যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
মধুমতি নদীর ওপর কালনা সেতু। ছবি: মোকাম্মেল শুভ

নড়াইল ও গোপালগঞ্জের মধ্যে মধুমতি নদীর ওপর কালনা সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু আগামী সোমবার যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ দুটি সেতু উদ্বোধন করবেন।  

আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব সুলতানা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশের প্রথম ৬ লেনের কালনা সেতু চালুর মাধ্যমে এশিয়ান হাইওয়ে-১ এর শেষ ধাপটি পূর্ণ হবে এবং ঢাকা ও যশোরের মধ্যে দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

এছাড়া ৩য় শীতলক্ষ্যা সেতু নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করবে। এ সেতু চালু হলে ঢাকা-চট্টগ্রাম যোগাযোগের বিকল্প যোগাযোগ তৈরি হবে।

এর আগে গত জুন মাসে সরকার দীর্ঘদিনের লালিত পদ্মা সেতু উদ্বোধনের পর গত মাসে পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু বা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সেতু উদ্বোধন করে।

Comments