ত্বকী হত্যার ১১৫ মাস: বিচার বন্ধ রাখা গণতন্ত্রের চরিত্র নয়

ত্বকী হত্যার ১১৫ মাস: বিচার বন্ধ রাখা গণতন্ত্রের চরিত্র নয়
শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১৫ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্জ্বলন কর্মসূচি আয়োজিত হয়েছে। ছবি: স্টার

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী বলেছেন, 'বিচার বন্ধ রাখা বা বিলম্বিত করা এটি কোনো গণতন্ত্রের চরিত্র নয়। সরকারকে ত্বকী হত্যার বিচার করতে হবে। ত্বকীসহ সকল হত্যার বিচার করতে হবে।'

আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১৫ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্জ্বলন কর্মসূচিতে তিনি এই কথা বলেন।

দেশে বিচার ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে মন্তব্য করে ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, 'সরকার নিরাপত্তা বাহিনীগুলোকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। এসব প্রতিষ্ঠান জনগণের টাকায় পরিচালিত হলেও তারা এখন আর জনগণের নয় সরকার দলীয়দের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত। দেশে বিচার ব্যবস্থা স্বাধীন হলে একটি হত্যার বিচারের অভিযোগ তৈরি হয়েও তা সাড়ে ৯ বছর আটকে থাকে না।'

ত্বকীর ঘাতকরা সরকারদলীয় বলেই এই হত্যার বিচারকাজ সরকার বন্ধ রেখেছে বলেও অভিযোগ করেন ত্বকীর বাবা। 

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী জনগণের বিপক্ষে গিয়ে নারায়ণগঞ্জে একটি খুনি পরিবারের পক্ষ নিয়েছেন। আমরা এ গণবিরোধী বিচারব্যবস্থার পরিবর্তন চাই। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ফিরে পেতে চাই। যেখানে সকলের বিচার পাওয়ার অধিকারের নিশ্চয়তা থাকবে, কথা বলার ও মত প্রকাশের স্বাধীনতা থাকবে।'

শনিবার নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে সংগঠনের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মনি সুপান্থ, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি মাইনুদ্দিন মানিক, সামাজিক সংগঠন সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ সাহাসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দু'দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ত্বকীর পরিবারের অভিযোগ, এই হত্যার সাথে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সম্পৃক্ততা রয়েছে। তবে দীর্ঘ বছরেও এই হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র‌্যাব। এদিকে ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

 

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

5h ago