বাংলাদেশ

ওপার থেকে ছোড়া প্রতিটি গুলির হিসাব আছে: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, সীমান্তের ওপার থেকে ছোড়া প্রতিটি গুলির হিসাব বিজিবির কাছে আছে। মর্টার শেল নিক্ষেপ, আকাশসীমা অতিক্রমসহ প্রতিটি ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে। তারা এর জবাবও পাঠিয়েছে।
সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিজিবি মহাপরিচালক। ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, সীমান্তের ওপার থেকে ছোড়া প্রতিটি গুলির হিসাব বিজিবির কাছে আছে। মর্টার শেল নিক্ষেপ, আকাশসীমা অতিক্রমসহ প্রতিটি ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে। তারা এর জবাবও পাঠিয়েছে।

আজ সোমবার কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিজিবি মহাপরিচালক।

মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল লড়াই চলছে। মধ্য অগাস্ট থেকে এর প্রভাব পড়তে শুরু করে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু, কোণাপাড়া, উত্তরপাড়া ও বাইশফাঁড়িসহ বিভিন্ন সীমান্তে। প্রায় প্রতিদিনই ওপারে দিনেরাতে থেমে থেমে গোলাবর্ষণ চলছে। এতে এপারের বাসিন্দাদের দিন কাটছে চরম আতঙ্ক আর নিরাপত্তাহীনতার মধ্যে।

এমন পরিস্থিতিতে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠক করার চেষ্টা চলছে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, 'ইতোমধ্যে তাদের সাথে যোগাযোগ হয়েছে। শিগগির ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সবকিছু সরাসরি উপস্থাপন করা হবে।'

 

Comments