ভিসা ছাড়াই কসোভো যেতে পারবেন সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও কসোভোর উপপররাষ্ট্রমন্ত্রী ক্রেশনিক আহমেতি। ছবি: সংগৃহীত

দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা এখন থেকে ভিসা ছাড়াই কসোভো যেতে পারবেন।

আজ মঙ্গলবার দুই দেশের মধ্যে প্রথম ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পর এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও কসোভোর উপপররাষ্ট্রমন্ত্রী ক্রেশনিক আহমেতি।

আহমেতি ফরেন অফিস কনসালটেশনের জন্য ঢাকায় ৪ দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কনসালটেশন চলছে।

এর আগে গতকাল সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে 'কসোভো: উন্নয়ন, রাষ্ট্র নির্মাণ এবং বৈদেশিক নীতি' শীর্ষক সেমিনারে কসোভোর উপপররাষ্ট্রমন্ত্রী মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আহমেতি বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গেও সাক্ষাত করেছেন এবং আগামীকাল তার বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করার কথা আছে।

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

3h ago