খিলগাঁও থেকে ৯ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

নিখোঁজ মাদ্রাসা ছাত্র মামুন
হুসেইন আহমেদ মামুন। ছবি: সংগৃহীত

ঢাকার খিলগাঁও থেকে এক মাদ্রাসা শিক্ষার্থী গত ৯ দিন ধরে নিখোঁজ বলে জানিয়েছে পরিবার।

পরিবারের অভিযোগ, গোয়েন্দা পরিচয়ে কয়েকজন সাদা পোশাকের লোক গত ৬ অক্টোবর তাকে তুলে নিয়ে গেছে।

নিখোঁজ শিক্ষার্থী হুসেইন আহমেদ মামুন (২২) যাত্রাবাড়ীর একটি কওমি মাদ্রাসার ছাত্র। তিনি খিলগাঁওয়ের জুব্বা কারখানায় কাজ করতেন।

মামুনের বড় ভাই মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, পাঁচ থেকে ছয় জনের একটি দল নিজেদের গোয়েন্দা পরিচয়ে গত ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে কারখানা থেকে মামুনকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

কারখানার কর্মচারীদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, 'তারা প্রথমে আবদুল্লাহ নামে একজনকে খুঁজলেও পরে আমার ভাইকে তুলে নিয়ে যায়।'

ঘটনার তিন দিন পর কারখানা কর্তৃপক্ষ পরিবারকে বিষয়টি জানায়। এরপর এ বিষয়ে ১১ অক্টোবর খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার।

মাহমুদুল বলেন, 'যদি সে কোনো অপরাধ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিন... আমরা চাই সে নিরাপদে ফিরে আসুক।'

জিডির তদন্তকারী খিলগাঁও থানার উপ-পরিদর্শক নাজমুল হুদা বলেন, মামুনের কোনো হদিস এখনও পাওয়া যায়নি।

এসআই জানান, তারা ডিবি কার্যালয়ে যোগাযোগ করেছেন। তারা তাকে আটক করেনি বলে জানিয়েছে।

Comments

The Daily Star  | English
mirza fakhrul statement on awami league

Awami League should be punished as a party: Fakhrul

He made the remarks after visiting a BNP man undergoing treatment at National Institute of Neurosciences and Hospital

1h ago