পুকুরে ডুবে শিশুমৃত্যু রোধে মাসব্যাপী সচেতনতা সমাবেশ

পুকুরে ডুবে শিশুমৃত্যু রোধে চট্টগ্রামের বাঁশখালীতে বাঁশখালী টাইমসের উদ্যোগে ও সালমা আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় মাসব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে অংশগ্রহণকারী ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

পুকুরে ডুবে শিশুমৃত্যু রোধে চট্টগ্রামের বাঁশখালীতে বাঁশখালী টাইমসের উদ্যোগে ও সালমা আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় মাসব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর ১ মাসব্যাপী এই ক্যাম্পেইনের সমাপনী হয় ১৫ অক্টোবর। এ উপলক্ষে ১৫ অক্টোবর সকাল ১০টায় বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সালমা আদিল।

বাঁশখালী টাইমসের বিভাগীয় সম্পাদক মঈনুল আজীমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত।

অনুষ্ঠানে সালমা আদিল বলেন, 'পুকুরে ডুবে শিশুমৃত্যু রোধে সচেতনতা কার্যক্রমে বাঁশখালীর ৩০টি সংগঠনের কর্মীরা অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং এই ক্যাম্পেইনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। শিশুমৃত্যু নিয়ে সচেতনতার ডাক দিয়ে তারা একটি ইতিবাচক জাগরণ সৃষ্টি করেছে।'

ক্যাম্পেইনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে অংশগ্রহণকারী ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সংগঠনগুলো হচ্ছে—হাজিগাঁও অগ্রণী ক্লাব, মুক্তধারা ১৬, হানিয়া পাড়া যুব উন্নয়ন সংস্থা, বাঁশখালী বিকিরণ সংস্থা, একুশে ফাউন্ডেশন, হৃদয়ে পুইছড়ী ব্লাড ব্যাংক, স্বপ্নতরী ফাউন্ডেশন, বৈলছড়ী ব্লাড ডোনেশন ক্লাব, কৃষকের বাজার সামাজিক সংগঠন, দক্ষিণ ছনুয়া ছাত্র পরিষদ, ছনুয়া ব্লাড ব্যাংক, শীলকূপ ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাব, শেখেরখীল ব্লাড ব্যাংক, বাহারচরা ইউনিয়ন ব্লাড ফোরাম, অরুণ রাঙা একতা সংঘ, স্বপ্নকুঁড়ি, ইলশা স্বপচূড়া সংঘ, সূর্য তরুণ ক্লাব, হাজী এহছান আলীর বাড়ি একতা সংঘ, চাঁদ খলিফার পাড়া তরুণ একতা সংঘ, গণ্ডামারা-বড়ঘোনা ব্লাড ব্যাংক, উষার আলো ফাউন্ডেশন, সৃজনী সাংস্কৃতিক সংসদ, ফারুক-আমিন হেল্প ক্যারিয়ার, শীলকূপ ঐক্য সংসদ, পশ্চিম মনকিচর আল-আমিন সংগঠন, শেফা প্রতিবন্ধী ও রোগী কল্যাণ সংগঠন, ডোনেট ওয়ান পার্সেন্ট, আলোকিত রত্নপুর ও চিরঞ্জীব জলকদর।

এসব সংগঠন ১ মাস ধরে অনলাইন প্রচারণার পাশাপাশি নিজ নিজ এলাকায় মাইকিং, সচেতনতামূলক সমাবেশ, র‍্যালী, পথসভা, লিফলেট বিতরণ, সাঁতার প্রতিযোগিতা, প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ভিডিও প্রদর্শন, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে সচেতনতামূলক বক্তব্য এবং ঘরে ঘরে গিয়ে অভিভাবকদের সচেতন করেছে।

অনুষ্ঠানের গেস্ট অব অনার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষক ও খতিব ড. মাওলানা হাফেজ শোয়াইব রশিদ মক্কী বলেন, 'তরুণ সমাজকে সম্পৃক্ত করে এমন একটি জনগুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করায় সাধুবাদ জানাই।'

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

5h ago