কৃষকের ৩ হাজার ড্রাগন ফলের গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

রাতের আঁধারে ঝিনাইদহের কালীগঞ্জে নূর আলী মণ্ডল নামের এক কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন ফলের গাছ কেটে ফেলেছে  দুর্বৃত্তরা।
কৃষক নূর আলী মণ্ডলের প্রায় ৩ হাজার ড্রাগন ফলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি: আজিবুর রহমান/স্টার

রাতের আঁধারে ঝিনাইদহের কালীগঞ্জে নূর আলী মণ্ডল নামের এক কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন ফলের গাছ কেটে ফেলেছে  দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চাঁচড়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক নূর আলী মণ্ডল কালীগঞ্জ পৌরসভার শিবনগর গ্রামের সামছুদ্দিন মণ্ডলের ছেলে।

নূর আলী মন্ডল জানান, কেটে নেওয়া গাছগুলোতে ফল ধরার সময় হয়েছিল। ১ বছর আগে তিনি ৫ বিঘা জমিতে প্রায় প্রায় ৫ হাজার ড্রাগন ফলের গাছ চারা রোপণ করেছিলেন। এর পেছনে তার প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছে। আজ শুক্রবার সকালে জমিতে এসে দেখতে পান প্রায় ৩ হাজার গাছ কেটে ফেলা হয়েছে। এতে তার ৮-৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নূর আলী মণ্ডলের কাছ থেকে আরও জানা যায়, যে ৫ বিঘা জমিতে তিনি ড্রাগন ফলের চাষ করেছেন তার মধ্যে ২ বিঘা জমি লিজ নেওয়া।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'এ সম্পর্কিত একটি ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

Comments