দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নুরুল আফসার। ছকি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক ব্যবসায়ীকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি করে হত্যা করেছে দেশটির সন্ত্রাসীরা।

নিহত নুরুল আফসার (৪০) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দায় মোল্লা মৌলভী বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে।

সাউথ আফ্রিকায় বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ী চয়ন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রোববার বাংলাদেশ সময় ভোররাত ১টার দিকে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট রাজ্যের বোসাবেলো শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ।

নিহত ব্যবসায়ীর পরিবারের বরাত দিয়ে হানিফ বলেন, '১৬ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান আফসার। সেখানে বিয়ে করে পারিবারিক জীবন শুরু করে। তিনি ২ সন্তানের জনক ছিলেন।'

তিনি আরও বলেন, 'দক্ষিণ আফ্রিকা স্থানীয় সময় রাত ৯টার দিকে কয়েকজন অস্ত্রধারী তার দোকানের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে দোকানে প্রবেশ করে মালামাল ও টাকা লুট করতে থাকে। আফসার বাধা দিলে দোকানের ভেতরেই তাকে গুলি করে হত্যা করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

নিহতের ছোট চাচা মো. ইউসুফ বলেন, 'আফসারের বন্ধু ভোররাতে ফোনে আমাকে এই ঘটনা জানিয়েছে।'

Comments

The Daily Star  | English

22 sectors still pay wages below poverty line

At least 22 sectors in Bangladesh continue to pay their workers much less than what is needed to meet basic human needs.

10h ago