খুলনায় আ. লীগের কার্যালয় ভাঙচুর মামলায় বিএনপির ২ কর্মী গ্রেপ্তার

খুলনার দৌলতপুরে আওয়ামী লীগের  ৬ নং ওয়ার্ড কার্যালয় ভাঙচুরের অভিযোগে করা মামলায় বিএনপির ২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনার দৌলতপুরে আওয়ামী লীগের  ৬ নং ওয়ার্ড কার্যালয় ভাঙচুরের অভিযোগে করা মামলায় বিএনপির ২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন, মামুন হোসেন জহুর (২৮) ও সাগর (২৭)। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'তাদেরকে খুলনার আরংঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনের নাম এজাহারে উল্লেখ আছে।'

তদন্ত সাপেক্ষে মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

শনিবার রাতে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে খুলনা শহরের দৌলতপুর থানার নতুন রাস্তা মোড় এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলার অভিযোগে ২৫৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ৫৯ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।

৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কাজী মোবাক্ষের মামলাটি করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, নাম উল্লেখ করা আসামিসহ অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ১৬০ জন শনিবার দুপুরে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে হামলা চালায়। সেই সময়ে তারা একাধিক নেতাকর্মীকে মারধর করে।

এদিকে নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন খুলনার বিএনপি নেতারা।

 

Comments