বিশ্বকাপ ফুটবলের পর বাংলাদেশ সফরে আসতে পারেন কাতারের আমির শেখ তামিম

কাতারের আমির শেখ তামিম ইবনে হামাদ আল থানি। ছবি: সংগৃহীত

কাতারের আমির শেখ তামিম ইবনে হামাদ আল থানি চলতি বছর বিশ্বকাপ ফুটবলের পর বাংলাদেশ সফরে আসতে পারেন।

আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাইদ আল কাহতানি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, 'কাতারের আমির দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে খুবই আগ্রহী এবং বিশ্বকাপ ফুটবল শেষে ঢাকা সফর করতে বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন।'

আমন্ত্রণ গ্রহণ করে রাষ্ট্রপতির কাছে আমিরের একটি পত্র তিনি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও কাতারের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

তিনি বলেন, 'বাংলাদেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতার এলএনজি ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারে।'

কাতারের রাষ্ট্রদূত আগামী দিনে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানান এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফিফা বিশ্বকাপের একটি রেপ্লিকা হস্তান্তর করেন।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

9h ago