ভারতের পররাষ্ট্র সচিব সৌরভ কুমার ঢাকায়

বিকেলে ঢাকায় বিমসটেক সদর দপ্তরে যাওয়ার কথা রয়েছে সৌরভ কুমারের।
ঢাকায় পৌঁছানোর পর সৌরভ কুমারকে স্বাগত জানানো হচ্ছে। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট থেকে নেওয়া

ভারতের পররাষ্ট্র সচিব (পূর্ব) সৌরভ কুমার ঢাকায় এসে পৌঁছেছেন।

আজ বৃহস্পতিবার সকালে তিনি ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানান, বঙ্গোপসাগরের দেশগুলোর বিভিন্ন খাতের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোটের (বিমসটেক) ইস্যুতে আলোচনার জন্য ঢাকায় এসেছেন সৌরভ কুমার।

বর্তমানে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমে‌নের সঙ্গে আলোচনা করছেন তিনি।

বিকেলে ঢাকায় বিমসটেক সদর দপ্তরে যাওয়ার কথা রয়েছে সৌরভ কুমারের।

Comments