বকেয়া বেতন-ভাতার দাবিতে মতিঝিলে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ
গার্মেন্টস সরিয়ে নেওয়ার প্রতিবাদ ও বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টা থেকে তারা মতিঝিলের আরামবাগ এলাকায় নটরডেম কলেজের সামনের রাস্তা অবরোধ করে রেখেছেন।
মতিঝিল থানার পরিদর্শক তদন্ত রাসেল হোসেন দুপুর ১২টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, 'সড়ক ছাড়ার জন্য আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি।'
নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সড়ক অবরোধ করায় এই সড়কে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে। আমরা গাড়ি ঘুড়িয়ে দিচ্ছি বিকল্প রাস্তায়। স্বাভাবিকভাবেই জনভোগান্তি হচ্ছে।'
Comments