বকেয়া বেতন-ভাতার দাবিতে মতিঝিলে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। ছবি: প্রবীর দাশ/স্টার

গার্মেন্টস সরিয়ে নেওয়ার প্রতিবাদ ও বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

নিজেদের দাবি সম্বলিত ব্যানার নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। ছবি: প্রবীর দাশ/স্টার

আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টা থেকে তারা মতিঝিলের আরামবাগ এলাকায় নটরডেম কলেজের সামনের রাস্তা অবরোধ করে রেখেছেন।

মতিঝিল থানার পরিদর্শক তদন্ত রাসেল হোসেন দুপুর ১২টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, 'সড়ক ছাড়ার জন্য আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি।'

সড়ক অবরোধের ফলে ওই সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ছবি: প্রবীর দাশ/স্টার

নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সড়ক অবরোধ করায় এই সড়কে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে। আমরা গাড়ি ঘুড়িয়ে দিচ্ছি বিকল্প রাস্তায়। স্বাভাবিকভাবেই জনভোগান্তি হচ্ছে।'

Comments

The Daily Star  | English

The price of unchecked protest politics

Under the guise of “mob justice,” various groups, including students, have taken the law into their own hands.

1h ago