‘জাতীয় চার নেতার নৃশংস হত্যাকাণ্ড দলকে পঙ্গু করার ব্লু প্রিন্ট ছিল’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ১৯৭৫ সালে কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতার নৃশংস হত্যাকাণ্ড দলকে পঙ্গু করার ব্লু প্রিন্ট ছিল।
খায়রুজ্জামান লিটন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ১৯৭৫ সালে কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতার নৃশংস হত্যাকাণ্ড দলকে পঙ্গু করার ব্লু প্রিন্ট ছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে বৃহস্পতিবার জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় চার নেতার একজন এ এইচ এম কামারুজ্জামানের ছেলে লিটন এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার পর খুনিরা বুঝতে পেরেছিল যে, কারাগারে থাকা চার নেতা আবার দলকে পুনর্গঠন করবে।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এই চার নেতার কাছে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল।

'বিশ্বাসঘাতকরা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল, তারা চার নেতাকে কারাগারে রেখেও নিরাপদ বোধ করেনি, তারা একটি অশুভ ব্লু প্রিন্টের মাধ্যমে তাদের হত্যা করেছে,' রাজশাহী সিটি করপোরেশনের মেয়র লিটন বলেন।

লিটন বলেন, খুনিদের  দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আজ আরও জোরালো হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আলোচনায় সভাপতিত্ব করেন।

এর আগে নগরীর কাদিরগঞ্জ পারিবারিক কবরস্থানে এএইচএম কামারুজ্জামানের মাজার জিয়ারত করে চার নেতার প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি, বেসরকারি সংস্থা।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago