মৌলভীবাজার সীমান্তে ৪ রোহিঙ্গা আটক

মৌলভীবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ রোহিঙ্গাসহ ৫ জনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন-মো. রিয়াজ উদ্দিন (১৮), মো. সালমান (৩৫), আব্দুর রাজ্জাক (২৩) ও ১৬ বছর বয়সী এক কিশোরী এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দ মো. রিয়াজ (২৩)।

পুলিশ জানায়, আটক হওয়া পাঁচ জনের জনের মধ্যে চার জনকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দ মো. রিয়াজকে (২৩) আদালতে সোপর্দ করা হবে।

এর আগে গত ২৪ আগস্ট উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় ৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছিল।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা বাগানস্থ চৌমুহনায় রোববার দুপুরে কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এসময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে জানান। খবর পেয়ে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করে।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোহাম্মদ মাসুক মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৪ রোহিঙ্গাসহ ৫ জনকে আটক করেন স্থানীয় লোকজন। তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে।

Comments

The Daily Star  | English

'Don't merge SIBL'

Shareholders urge BB, ministry in separate letters

2h ago